ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

শেষ ষোলোর টিকিট পেলো বায়ার্ন, জিতলো আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:২৭, ৯ নভেম্বর ২০২৩
শেষ ষোলোর টিকিট পেলো বায়ার্ন, জিতলো আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে ম্যনচেস্টার ইউনাইটেডের হারের রাতে জয় পেয়েছে বাকি দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। জয়ের ধারা বজায় রেখে হ্যারি কেইনের জোড়া গোলে গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। ঘরের মাঠে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যাচ্ছিলো বায়ার্ন। তবে গোল নামের সোনার হরিণের দেখা পাচ্ছিলো না তারা। প্রথমার্ধ ছাড়িয়ে দ্বিতীয়ার্ধেও জাল খুঁজে পাচ্ছিলো না দুই দলের কেউ। অবশেষে ৮০তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন কেইন। 

দুর্দান্ত এক গোলে জার্মান ক্লাবটিকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড। ছয় মিনিট পর আবারও ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গালাতাসারাই এক গোল শোধ করলেও ততক্ষণে বায়ার্নের জয় নিশ্চিত হয়ে গেছে। তাতে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে পা রাখলো বায়ার্ন।

আরো পড়ুন:

এই গ্রুপ থেকে চার ম্যাচে চার জয়ে সবার আগে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন মিউনিখ। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কোপেনহেগেন। তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গালাতাসারাই। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে ইউনাইটেড।

এদিকে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২৯তম মিনিটে লিয়ান্দ্রো ক্রোসার্ড দলকে এগিয়ে নেওয়ার পর ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক বুকায়ো সাকা। তাতেই জয় নিশ্চিত করে নকআউটের পথে আরেকধাপ এগিয়ে গেল ‘গানার্স’রা।

এই জয়ে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে আর্সেনাল। ৫ করে পয়েন্ট নিয়ে পিএসভি দ্বিতীয় ও লেন্স আছে তৃতীয় স্থানে। ২ পয়েন্ট নিয়ে তলানিতে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়