ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

সাকিবের পাশে থাকার প্রতিশ্রুতি গল টাইটান্সের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৪:০০, ৯ নভেম্বর ২০২৩
সাকিবের পাশে থাকার প্রতিশ্রুতি গল টাইটান্সের

বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে বেশ চটেছেন ম্যাথুজের বড় ভাই ট্রেভিন ম্যাথুজ। শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর ছুড়ে মারার হুমকি দিয়েছেন। এ বিষয়ে সাকিবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি বিবৃতি দিয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) তার গল টাইটান্স। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে দলটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, ‘দয়া করে মনে রাখবেন যে একজন ব্যক্তির নিজস্ব বিবৃতি গোটা দেশের মতামতকে প্রতিফলিত করে না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা যেকোনো দেশের একজন খেলোয়াড়কে যেকোনো সময় ভালোবেসে গ্রহণ করবে।’

এর আগে শ্রীলঙ্কান এক সংবাদমাধ্যমে ট্রেভিন বলেছিলেন, ‘সাকিবকে আর শ্রীলঙ্কায় স্বাগতম জানানো হবে না। যদি সে এখানে আন্তর্জাতিক সিরিজ বা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আসে, তাকে পাথর ছুড়ে মারা হবে অথবা সমর্থকরা তাকে বিরক্ত করবে।’

আরো পড়ুন:

উল্লেখ্য, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে টাইমড-আউট হয়েছিলেন ম্যাথুজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড-আউটের শিকার হলেন লঙ্কান অলরাউন্ডার। এই ঘটনায় পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় গেল কয়েকদিন বেশ সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়