ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার শ্রীহীন ব্যাটিংয়ে মান বাঁচল লেজের দাপটে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৪, ৯ নভেম্বর ২০২৩
শ্রীলঙ্কার শ্রীহীন ব্যাটিংয়ে মান বাঁচল লেজের দাপটে

ভারতের বিপক্ষে বিশ্বকাপের চতুর্থ সর্বনিম্ন ৫৫ রানে আউট হয়েছিল শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আরও একবার শ্রীহীন ব্যাটিং প্রদর্শনী করেছে তারা। তাতে অল্প রানেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জেগেছিল তাদের। কিন্তু লেজের ব্যাটসম্যানদ্বয়ের দাপটে শেষ পর্যন্ত তারা ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান পর্যন্ত যেতে পারে। জিততে নিউ জিল্যান্ডকে করতে হবে ১৭২ রান।

এম চিন্ময়স্বামী স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৭০ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়ে বসে ৫ উইকেট। সেখানে থেকে ১৭১ পর্যন্ত যেতে হারায় আরও পাঁচটি উইকেট।

আরো পড়ুন:

ব্যাটিং ব্যর্থতার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন কুশাল পেরেরা। তিনি মাত্র ২৮ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। 

১২৮ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন স্পিনার মাহিশ থিকসানা ও পেসার দিলশান মদুশঙ্ক। তারা কিউই বোলারদের বেশ ভোগান। দশম উইকেটে তারা দুজন ৮৭ বল মোকাবিলা করে দলীয় সংগ্রহে মহামূল্যবান ৪৩টি রান যোগ করেন। তার মধ্যে থিকশানার অবদান ২৩ ও মদুশঙ্কর ১৯ (৪৮ বলে ২ চারে)।

দলীয় ১৭১ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে মদুশঙ্ক উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন রাচিন রবীন্দ্রর বলে।

থিকশানা ৯১ বল খেলে ৩ চারে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান। যা ওয়ানডেতে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ১৬ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ৩ মেডেনসহ ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল স্যান্টনার ১০ ওভারে ২ মেডেনসহ ২২ রান দিয়ে নেন ২টি উইকেট। লোকি ফার্গুসন ১০ ওভারে ২ মেডেন ও ৩৫ রান দিয়ে নেন ২টি উইকেট। আর রাচিন ৭.৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২টি উইকেট।

এই ম্যাচে বড় জয় পেলে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাবে নিউ জিল্যান্ড। ৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়