ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ডোনাল্ডের পর পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাসের বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ১০ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:২৫, ১০ নভেম্বর ২০২৩
ডোনাল্ডের পর পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাসের বিদায়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এবার একই পথে হাঁটলেন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে আর কাজ করা হচ্ছে না তার। বিষয়টি জানিয়েছেন শ্রীনিবাস নিজেই।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শ্রীনিবাস লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকালের (১১ নভেম্বর) ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলবো। বাংলাদেশের সাথে পুরো সময়টা ছিল শেখার, স্মৃতির, উত্থান-পতনের। ব্যাপারগুলো বাকি জীবন আমাকে তৃপ্তি দিবে।’

জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ এবং অধিনায়কদের ধন্যবাদ দিতে চাই যারা আমার প্রতি বিশ্বাস রেখেছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে।’

আরো পড়ুন:

বিশ্বকাপে বাংলাদেশের আর পাবার কিছুই নেই। তবুও দলের প্রতি সমর্থন দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন শ্রীনিবাস, ‘মিডিয়া এবং ভক্তদের কাছে গত কয়েক সপ্তাহ একটি কঠিন সময় ছিল। কিন্তু আমি নিশ্চিত যে ছেলেরা ঘুরে দাঁড়াবে! আপনি সবসময় তাদেরকে সমর্থন করতে থাকুন।’

সবশেষ বাংলাদেশ ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অ্যানালিস্ট। দল ছাড়লেও সাকিব-লিটনরা তার মনে থাকবেন এবং তাদের খেলা দেখা যাবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে এবং আমি দলের উন্নতি গভীরভাবে অনুসরণ করবো।’

২০১৮ সালের জানুয়ারিতে সাকিবদের সঙ্গে যাত্রা শুরু করেন শ্রীনিবাস। প্রায় পাঁচ বছর বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন এই ভারতীয়। এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ২৫টি টেস্ট, ৭৫টি টি-টোয়েন্টি এবং ৮৩টি ওয়ানডে ম্যাচে কাজ করেছেন শ্রীনিবাস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়