ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অবশেষে মুক্তি পেলেন লুইস দিয়াজের বাবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১০ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:০৯, ১০ নভেম্বর ২০২৩
অবশেষে মুক্তি পেলেন লুইস দিয়াজের বাবা

শেষ হলো কলম্বিয়ান ফুটবলার লুইস দিয়াজের পরিবারের উৎকণ্ঠা। মুক্তি পেয়েছেন তার বাবা লুইস মানুয়েল দিয়াজ। লিভারপুলের এই স্ট্রাইকারের বাবাকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়া সরকার। 

কলম্বিয়া সরকার জানিয়েছে, সে দেশের গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর শীর্ষ নেতারা দিয়াজের বাবাকে অপহরণের জন্য ভুল স্বীকার করেছে। তারা কলম্বিয়ান সরকারের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় বসেছে। যার ফলে মুক্তি পেয়েছেন দিয়াজের বাবা।

এর আগে উত্তর কলম্বিয়ার শহর বারানকাস থেকে গত ২৮ অক্টোবর দিয়াসের বাবা-মাকে অপহরণ করা হয়। রহস্য খুঁজতে গিয়ে কলম্বিয়ার সরকার গত সপ্তাহে জানিয়েছিল, মানুয়েল দিয়াজকে সে দেশের গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর সদস্যরা অপহরণ করেছে।

আরো পড়ুন:

অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে দিয়াজের মাকে উদ্ধার করা হলেও তার বাবার কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনা সারা বিশ্বে আলোড়ন তোলে। গত রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে গোলের উদযাপনের সময় জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্ট মেলে ধরেন দিয়াস। যেখানে লেখা ছিল ‘বাবার মুক্তির জন্য’।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়