ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

‘টাইমড আউট’ আলোচনা কখনো থামবার নয়: হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক, পুনে থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১০ নভেম্বর ২০২৩  
‘টাইমড আউট’ আলোচনা কখনো থামবার নয়: হাথুরুসিংহে

ক্রিকেটের দশটি আউটের একটি টাইমড আউট। আউট মানে আউট। আইনে আছে। তবুও এই আইন মানতে নারাজ! দিল্লিতে গত ৬ নভেম্বর ক্রিকেট বিশ্ব প্রথম ‘টাইমড আউট’ দেখতে পায়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ক্রিজে পৌঁছে পরবর্তী বল খেলতে ২ মিনিটের বেশি সময় নেওয়ায় বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার ইরাসমাস ম্যাথুজকে আউট দেন।

যা নিয়ে রীতিমত আলোচনা সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। কেউ এই আউটের পক্ষে তো কেউ বিপক্ষে। কেউ বলছেন চেতনা বিরোধী, কেউ বলছেন আইনে আছে ব্যবহার করতে সমস্যা কোথায়? ওই ম্যাচের মাঝপথ থেকেই শুরু হয় টাইমড আউট নিয়ে আলোচনা। যা এখনও চলছে। বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে মনে করে টাইমড আউট নিয়ে আলোচনা থামবার নয়।

তার ভাষ্য, ‘আমি যা-ই বলি না কেন, আমার মনে হয় না এটি এখানে থামবে। আমি শুধু একটা কথাই বলতে পারি, এটি আউটের একটি ধরন। খেলার নিয়মকানুনে সাম্প্রতিক সংযোজন এটি। আমার মনে হয়, এটি নিয়মকানুনের পঞ্চম বা ষষ্ঠ সংস্করণে আছে।’

মাঠের সকল সিদ্ধান্তের জন্য হাথুরুসিংহে আম্পায়ারদের ওপর নির্ভরশীল হতে চান। আম্পায়ার যে রায় দেবেন সেটা নিয়েই খেলতে হবে, ‘এই বিষয়ে আমার একটাই কথা... আমি জানি না, এটি থামবে কি না। তবে আমার পরামর্শ হলো, যা সিদ্ধান্ত নেওয়ার আম্পায়ারের হাতেই ছেড়ে দেওয়া উচিত। কারণ আইনে বলা আছে, এটি টাইমড আউট। তাই আমার মনে হয় না, এতে ক্রিকেটারদের আবেদন করার কিছু আছে। তবু দুই পক্ষেই সবার ভিন্ন মতামত আছে। আমি এই মুহূর্তে এটিই বলতে পারি।’

পুনে/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়