ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিপিএলের মাঝে পাকিস্তান-শ্রীলঙ্কাসহ মেয়েদের ত্রিদেশীয় সিরিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১০ নভেম্বর ২০২৩  
বিপিএলের মাঝে পাকিস্তান-শ্রীলঙ্কাসহ মেয়েদের ত্রিদেশীয় সিরিজ

দিনে দিনে মেয়েদের ক্রিকেটেও ব্যস্ততা বাড়ছে। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী নভেম্বরের শেষে বাংলাদেশ দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। ডিসেম্বরের সেই সিরিজ শেষ না হতেই জানুয়ারিতে ঘরের মাঠে হবে ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়া বাকি দুটি দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে সিরিজটি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগ।

নারী বিভাগের এক কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ খেলবো। পাকিস্তান আসবে, শ্রীলঙ্কা আসবে। খুবই ব্যস্ত সূচি। মেয়েরা যত খেলার মধ্যে থাকবে তত তাদের অভিজ্ঞতা বাড়বে।’

জানুয়ারিতে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। তাতে কোনো সমস্যা দেখছে না বোর্ড। বিপিএলের বিরতির দিনগুলোতে ম্যাচ রাখার কথা ভাবছে বোর্ড। তবে এখনো দিনখন চূড়ান্ত হয়নি।

এদিকে মেয়েদের বিপিএল হওয়ার কথা থাকলেও সহসাই তা হচ্ছে না। ছেলেদের বিপিএল প্রায় সবকিছু চূড়ান্ত হলেও দেশের নির্বাচনসহ পরিস্থিতি বিবেচনায় এখনই নারী বিপিএল নিয়ে ভাবছে না বোর্ড।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ