ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

মোরসালিনকে নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১১ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৩২, ১১ নভেম্বর ২০২৩
মোরসালিনকে নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। এদিকে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন তরুণ মিডফিল্ডার চন্দন রায়। 

৩০ জনের প্রাথমিক দল থেকে চন্দন ছাড়াও বাদ পড়েছেন গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম, ডিফেন্ডার রিয়াদুল হাসান, আলমগীর হোসেন মোল্লা, রহিম উদ্দিন, মিডফিল্ডার দীপক রায় ও আরমান ফয়সাল আকাশ। 

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেই সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে সবশেষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই লেগে অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে হারের পর নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দল হেরেছিল ৪-০ ব্যবধানে। 

বাংলাদেশ দল: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদউদ্দিন, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়