ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

তিন ফিফটিতে পাকিস্তানকে ৩৩৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়লো ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:৫৮, ১১ নভেম্বর ২০২৩
তিন ফিফটিতে পাকিস্তানকে ৩৩৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়লো ইংল্যান্ড

সেমিফাইনালের রেস থেকে ইংল্যান্ড ছিটকে গেছে বেশ আগেই। পাকিস্তানেরও সম্ভবানা শূন্যের ঘরে বললেই চলে। বাদ পড়ে যাওয়া দল দুটি নিজেদের শেষে ম্যাচে একে অপরের বিপক্ষে লড়ছে। তিন ফিফটিতে ভর করে বাবর আজমদের দিকে চ্যালেঞ্জ ছুড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ইডেন গার্ডেনসে শনিবার (১১ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ফিফটি করেন বেন স্টোকস, জো রুট ও জনি বেয়ারস্টো। প্রথম ছয় ব্যাটারই অবদান রেখেছেন এমন চ্যালেঞ্জিং স্কোর গড়তে। 

সর্বোচ্চ ৮৪ রান আসে স্টোকসের ব্যাট থেকে। ৭৬ বলে ১১ চার ও ২টি ছয়ে এই রান করেন স্টোকস। কিছুটা ধীরগতিতে খেলেছেন রুট। ৭১ বলে ৬০ রান করেন তিনি। ৬১ বলে ৫৯ রান আসে বেয়ারস্টোর ব্যাট থেকে। 

আরো পড়ুন:

এ ছাড়া ডেবিড মালান ৩১, হ্যারি ব্রুক ৩০ ও জস বাটলার করেন ২৭ রান। শেষ দিকে ডেবিড উইলি মাত্র ৫ বলে ১৫ রান করেন। তিন ফিফটি ছাড়াও ছোট-ছোট ইনিংসগুলো ইংল্যান্ডের স্কোরবোর্ড বড় অবদান রেখেছে। 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ। ২টি করে উইকেট জমা হয় শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের ঝুলিতে।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়