ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শান্ত বললেন, অধিনায়কত্বের জন্য প্রস্তুত আছি

ক্রীড়া প্রতিবেদক, পুনে থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১১ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:২২, ১২ নভেম্বর ২০২৩
শান্ত বললেন, অধিনায়কত্বের জন্য প্রস্তুত আছি

বিশ্বকাপে যে টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে প্রত্যাশা ছিল আকাশচুম্বি তারা কেউ-ই দলের দাবি মেটাতে পারেননি। যেখানে ছিলেন নাজমুল হোসেন শান্ত। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তার ইনিংসগুলোর চিত্র ছিল এরকম, ৫৯*, ০, ৭, ৮, ০, ৯ ও ৪।

ধর্মশালায় নিজের প্রথম বিশ্বকাপের শুরুটা বেশ ভালো করলেও এরপর থেকে খসে যাওয়া তারা হয়ে ছিলেন। দুটি গোল্ডেন ডাকের পাশাপাশি চারটিতে দুই অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি।

দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁহাতি ব্যাটসম্যান নিজেকে ফিরে পান ৯০ রানের ইনিংস খেলে। এরপর আজ পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৪৫। একটু দেরিতে হলেও শান্তর ব্যাট হেসেছে। কিন্তু যখন হেসেছে তখন বড্ড দেরি হয়ে গেছে। কারণ, বিশ্বকাপ থেকে তখন বিদায় বাংলাদেশ।

সাকিবের অনুপস্থিতিতে এই বিশ্বকাপে দুই ম্যাচে শান্ত দলকে নেতৃত্ব দিয়েছেন। শেষ ম্যাচে তার নেতৃত্বেই দল মাঠে নেমেছিল। কিন্তু কাঙ্খিত ফল পায়নি। বিশ্বকাপের সফর শেষ হয়েছে ৮ উইকেটের হারে। কথা উঠছে, ভবিষ্যতের অধিনায়ক নিয়ে। বিশ্বকাপে আসার আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘বিশ্বকাপের পর একদিনও অধিনায়ক থাকার ইচ্ছে নেই।’ সেক্ষেত্রে সাকিবের পর কে হবেন অধিনায়ক?

লিটন মাঝে দায়িত্ব পালন করলেও ব্যাটিংয়ে প্রভাব পড়ে বলে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ডেপুটি থেকে পূর্ণ অধিনায়ক করা হলে শান্ত দায়িত্ব নেবেন কিনা সেই প্রশ্নও উঠল পুনেতে।

অধিনায়কের চেয়ারে বসে বেশ আত্মবিশ্বাস নিয়ে শান্ত বললেন, ‘বেশ কয়েকদিন ধরে তো করছি (অধিনায়কত্ব)। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত। যদি সুযোগ আসে তাহলে অবশ্যই ভালোভাবে করার জন্য প্রস্তুত।’

বিস্ময়করভাবে পুনেতেই দুই ম্যাচে শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। প্রথমবার সাকিবের ঊরুর চোটে ভারতের বিপক্ষে। শেষ ম্যাচে সাকিবের আঙুলের ইনজুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিজের অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে শান্ত বলেছেন, ‘পুনেতে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে বেশি কিছু বলার নেই। অনেক কিছু শিখতে পেরেছি, আমার প্রথম বিশ্বকাপ ছিল। বড় বড় দলের বিপক্ষে খেললাম এরকম পরিবেশে। দুটা ম্যাচে জিততে পারিনি। কিন্তু অনেক কিছুর শেখার ছিল। দুইটা বড় দলের বিপক্ষে অনেক চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে অনেক কাজে দেবে।’

দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া শান্তর চোখে যেমন বিশ্বকাপের পারফরম্যান্স, ‘বিশ্বকাপের কথা বলবো, আমরা দলগতভাবে ভালো খেলতে পারিনি। আমাদেরকে ব্যাটিং-বোলিং দুটোই উন্নতি করতে হবে। কোথায় ভুল হয়েছে সেটা বের করতে হবে। আমরা ফিরে অবশ্যই সেগুলো নিয়ে কাজ করবো।’

নেতৃত্বে সিনিয়র ক্রিকেটারদের পাশে পাওয়ায় খুশি শান্ত, ‘সিনিয়র সব ক্রিকেটার আমাকে সাপোর্ট করেছে। সব বাংলাদেশি সমর্থকরাই সাপোর্ট করেছে দুই ম্যাচে। আমি উপভোগ করেছি। আজ দেখেছি কিছু ভারতীয় সমর্থকরাও বাংলাদেশ দলকে সাপোর্ট করছে।’

অধিনায়কত্বের অভিজ্ঞতা ব্যাটিংয়েও কাজে দেবে বলে বিশ্বাস শান্তর, ‘এই অভিজ্ঞতাটা কাজে দেবে ব্যাটিংয়ে। মাঝে ৫-৬ ম্যাচ একদমই ভালো হয়নি। কি কি ভুল ছিল বা অন্যান্য বড় দলের ব্যাটসম্যানরা টপ অর্ডারে কিভাবে রান করছিল…অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। ওখান থেকে কিভাবে সামনে উন্নতি করতে পারি ওইটাই মূল বিষয় হবে। সামনে যদি সুযোগ আাসে।’

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পালাবদলের সময় সামনেই আসছে। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ এই ফরম্যাট কতদিন চালিয়ে যাবেন সেটাই দেখার। নতুন নেতৃত্ব, নতুন খেলোয়াড়, নতুন পরিবেশে সাজাতে হবে ওয়ানডের স্কোয়াড। শান্ত সেই চ্যালেঞ্জ নিলে অবশ্যই বাহবা পাবেন। সঙ্গে তাকে দল গোছানোর সময়ও দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। ভেঙে নতুন কিছু গড়তে সময়ের প্রয়োজন। সেজন্য ধৈর্য দেখাতে হয়। পূর্ণ অধিনায়ক করা হলে শান্ত সেই ধৈর্য দেখাতে পারবেন কিনা সেটাই বিরাট প্রশ্ন।

পুনে/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়