ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার হলেন রউফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৩, ১১ নভেম্বর ২০২৩  
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার হলেন রউফ

কোন কোন দল সেমিফাইনাল খেলতে পারে? বিশ্বকাপ শুরুর আগে সেই তালিকায় অনেকেই পাকিস্তানের নাম রেখেছিল। কিন্তু তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে ব্যর্থতার মধ্য দিয়ে। ১০ দলের মধ্যে পঞ্চম হয়ে তারা বিশ্বকাপ শেষ করেছে।

তার পাশাপাশি তাদের পেসার হারিস রউফ একটি বাজে রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপের ইতিহাসে হয়েছেন সবচেয়ে ব্যয়বহুল বোলার।

৯ ম্যাচে ৭৯ ওভার বল করে ৬.৭৪ গড়ে ৫৩৩ রান দিয়েছেন রউফ। যা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

আরো পড়ুন:

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের আদিল রশিদকে। যিনি ২০১৯ বিশ্বকাপে ৫২৬ রান দিয়েছিলেন। সেবার অবশ্য তারা বিশ্বকাপও জিতেছিল।

অবশ্য এবারের বিশ্বকাপে ২১ উইকেট শিকার করা শ্রীলঙ্কার পেসার দিলশান মদুশঙ্ক ৯ ম্যাচে দিয়েছেন ৫২৫ রান।

রউফ অবশ্য ৫৩৩ রান দিয়ে ১৬টি উইকেট নিয়েছেন। আজ কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে ৩টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়