ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেশে ফিরলো বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৩৩, ১২ নভেম্বর ২০২৩
ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেশে ফিরলো বাংলাদেশ দল

ভারতের অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ রোববার (১২ নভেম্বর) পুনে থেকে সকাল ৬টায় আইসিসির ভাড়া করা বিমানে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় বাংলাদেশ দল। ঘণ্টা তিনেক পর ৯টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে তারা।

ক্রিকেটাররা সবাই দেশে ফিরলেও ফেরেননি বিদেশী কোচিং স্টাফের কেউ। বিশ্বকাপ শেষে ছুটিতে গেছেন কোচিং স্টাফের সবাই। ভারত থেকেই যে যার যার দেশে চলে গেছেন তারা। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি মাসের শেষ দিকে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে গেলেও সবার আগে শেষ চারের লড়াই থেকে বাদ পড়ে বাংলাদেশ। মোট ৯ ম্যাচ খেলে কেবল দুই জয় পায় বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে টেবিলের আটে থেকে বিশ্বকাপ শেষ করে সাকিব আল হাসানের দলের। 

আরো পড়ুন:

নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচে হারের মুখ দেখে তারা। ৮ম ম্যাচে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শেষ ম্যাচে আবারো দেখতে হয় হারের মুখ। এই হারের তিক্ততা নিয়েই দেশে ফেরেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়