ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

রিয়ালের গোল উৎসবে ভেসে গেল ভ্যালেন্সিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৬, ১২ নভেম্বর ২০২৩
রিয়ালের গোল উৎসবে ভেসে গেল ভ্যালেন্সিয়া

আগের ম্যাচেই রায়ো ভায়োকানোর বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই হতাশা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়িয়েছে মাদ্রিদের ক্লাবটি। লা লিগার ম্যাচে শনিবার (১১ নভেম্বর) রাতে সান্তিগো বার্নাব্যুতে গোল বন্যায় ভ্যালেন্সিয়াকে ভাসিয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি তারা জিতেছে ৫-১ গোলের ব্যবধানে।

কাঁধের চোটে ভালেন্সিয়ার বিপক্ষে স্কোয়াডে ছিলেন না জুড বেলিংহ্যাম। তাতে অবশ্য সমস্যা হয়নি। ম্যাচে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন দানি কারভাহাল। পরে দুই ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর জোড়া গোলে বড় জয় পায় স্বাগতিকরা। শেষ দিকে সফরকারীদের হারের ব্যবধান কমান হুগো দুরো।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান কারভাহাল। এই গোলের পর ম্যাচের ১৬তম মিনিটে ভিনিসিউসের শট পোস্টের বাইরে দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় রিয়াল। 

অবশেষে ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ব্যবধান বাড়ান ভিনিসিউস। ডান দিক থেকে রদ্রিগোর নিচু ক্রস নিচু হয়ে বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার ধার খানিকটা বাড়িয়ে দেয় রিয়াল। তাতে শুরুতেই পরপর দুই মিনিটে দুটি গোলে স্কোরলাইন ৪-০ করে ফেলে রিয়াল। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিউস। পরের মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেয়ে জালে জড়ান রদ্রিগো।

ম্যাচের ৮২তম মিনিটে ভিনিসিউসকে তুলে নেন আনচেলত্তি। এর দুই মিনিট পর দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন রদ্রিগো। দুরো ৮৮তম মিনিটে হাফ ভলিতে কেবল ব্যবধানই কমান। শেষ মুহূর্তে সফরকারীদের আরেকটি প্রচেষ্টা ফিরিয়ে দলকে ৪-১ গোলের জয় এনে দেন রিয়াল প্রহরী আন্দ্রে লুনিন।

এই জয়ের পরও ১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকলো রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভালেন্সিয়া।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়