ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

সৌরভকে টপকে অধিনায়ক রোহিতের রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:০৪, ১৩ নভেম্বর ২০২৩
সৌরভকে টপকে অধিনায়ক রোহিতের  রেকর্ড

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। ডাচদের হারানোর পথে কয়েকটি রেকর্ডে গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাতে দলনেতা হিসেবে দুটি রেকর্ডে সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে গেলেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত। 

নেদারল্যান্ডস ম্যাচের মধ্যে দিয়ে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে ৫০০ রানের গণ্ডি টপকালেন রোহিত। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে এ রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক। তিনি ভেঙে দিয়েছেন সৌরভ গাঙ্গুলির ২০ বছর পুরনো রেকর্ড। 

এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিলেন সৌরভ। সেই আসরে ১১ ইনিংসে ৪৬৫ রান করেছিলেন ‘প্রিন্স অব কলকাতা’। ২০১৯ বিশ্বকাপে বিরাট কোহলি খুব কাছে গিয়েও এই রেকর্ড টপকাতে পারেননি। করেছিলেন ৪৪৩ রান।

এদিন আরেকটি রেকর্ডেও সৌরভকে পেছনে ফেলছেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের নজির গড়লেন এই ওপেনার। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা ৯ ম্যাচ জিতলেন তিনি। পেছনে ফেলেছেন ২০০৩ বিশ্বকাপে সৌরভের টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড।

আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। গ্রুপ পর্বের শেষটাও করলো দুর্দান্ত। তাদের সামনে চতুর্থ হয়ে শেষ চার নিশ্চিত করা নিউ জিল্যান্ড। আগামী বুধবার (১৫ নভেম্বর) বেলা আড়াইটায় ফাইনালে ওঠার লড়াইয়ে কিউইদের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়