ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘নিউ জিল্যান্ডের বিপক্ষে নার্ভাস হতে পারে ভারত’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৩ নভেম্বর ২০২৩  
‘নিউ জিল্যান্ডের বিপক্ষে নার্ভাস হতে পারে ভারত’

এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ভারত। প্রতিটি ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে। প্রতিটি ম্যাচে তারা যেন অপ্রতিরোধ্য। তাইতো অনেকে বলতে শুরু করেছেন এই ভারতকে ঠেকাবে কে?

অবশ্য প্রথম সেমিফাইনালের আগে সাবেক কিউই তারকা রস টেলর জানিয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে নার্ভাস হতে পারে ভারত।

এক্ষেত্রে তিনি উদাহরণ টেনেছেন ২০১৯ সালের। সেবার নিউ জিল্যান্ডের কাছে হেরেছিল দুইবারের চ্যাম্পিয়নরা।

আরো পড়ুন:

এ বিষয়ে টেলর বলেন, ‘যেহেতু নিউ জিল্যান্ড সেমিফাইনালের জন্য প্রস্তুতি শুরু করেছে, সেহেতু ২০১৯ বিশ্বকাপের স্মৃতিচারণ না করে থাকা সম্ভব নয়। এবার যদিও ভারত সবচেয়ে বেশি ফেভারিট। দুর্দান্ত খেলছে। তার ওপর তারা ঘরের মাঠে খেলছে। কিন্তু যখন সামনে হারানোর আর কিছু থাকে না তখন নিউ জিল্যান্ড কিন্তু ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে। যদি তেমনটাই হয়, তাহলে সেমিফাইনালে ভারত নার্ভাস হতে পারে। আমার মনে হচ্ছে নিউ জিল্যান্ড তেমন ভয়ঙ্কর দল হয়ে উঠবে সেমিফাইনালে।’

সেমিফাইনাল ম্যাচটি বুধবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টেলর বলেন, ‘ভারত যদি আগে ব্যাট করতে নামে এবং নিউ জিল্যান্ড শুরুতে উইকেট তুলে নিতে পারে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ওপর ব্যাপক চাপ পড়বে। টস অবশ্য খুবই গুরুত্বপূর্ণ। নিউ জিল্যান্ড যদি ব্যাট হাতে ও বল হাতে শুরুটা ভালো করতে পারে তাহলে লড়াই করার ক্ষেত্রে তারা বেশ আত্মবিশ্বাস পাবে।’

তিনি আরও বলেন, ‘উভয় ইনিংসের প্রথম দশ ওভার খুবই গুরুত্বপূর্ণ। ভারত আগে ব্যাট করতে নামলে ১০ ওভারের মধ্যে যদি ২ অথবা ৩টা উইকেট তুলে নেওয়া যায় তাহলে তাদের দারুণ চাপে রাখা যাবে। কারণ, তাদের টপ অর্ডার তিনজন ব্যাটসম্যান খুবই অসাধারণ। গিল নাম্বার ওয়ান, এরপর রোহিত ও কোহলি। তাদের দ্রুত ফিরিয়ে মিডল অর্ডারকে চাপে রাখতে হবে।’

‘একইভাবে যখন নিউ জিল্যান্ড ব্যাটিং করবে তখন রান তোলা জরুরি। পাশাপাশি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামির মতো বোলিং অস্ত্রের মুখে উইকেট ধরে রাখাটাও জরুরি। তাদের পর স্পিনাররা আছে। যারা কাজটা আরও কঠিন করে তুলতে পারে। তবে হাতে যদি উইকেট থাকে তাহলে কাজটা সহজ হবে।’ যোগ করেন তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়