ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ভারত-নিউ জিল্যান্ড সেমিফাইনাল: কী বলছে পরিসংখ্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৪ নভেম্বর ২০২৩   আপডেট: ২০:৪৫, ১৪ নভেম্বর ২০২৩
ভারত-নিউ জিল্যান্ড সেমিফাইনাল: কী বলছে পরিসংখ্যান

বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার দুপুরে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে ভারত। প্রায় প্রত্যেকটি ম্যাচে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা। ব্যাটিংয়ে যেমন ঝড় তুলেছে তাদের ব্যাটসম্যানরা। তেমনি বোলিংয়েও আগুন ঝরিয়েছেন বোলাররা।

কিন্তু লড়াইটা যখন নকআউট পর্বের তখন নিশ্চয়ই আরও সাবধানী হবে ভারত। অবশ্য ভারতের মাটিতে নিউ জিল্যান্ডের হারানোর কিছু নাই। তাইতো বিশেষজ্ঞরা মনে করছেন কিইউদের বিপক্ষে নার্ভাস হয়ে যেতে পারে ভারত।

তার আগে চলুন দেখে নিই পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে।

আরো পড়ুন:

সব মিলিয়ে ভারত ও নিউ জিল্যান্ড এ পর্যন্ত ১১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত ৫৯ ম্যাচ জিতে কিছুটা এগিয়ে আছে। নিউ জিল্যান্ড জিতেছে ৫০টিতে। একটি ম্যাচ টাই হয়েছে। ৭টি ম্যাচে কোনো ফল হয়নি।

৫৯ জয়ের মধ্যে ভারত আগে ব্যাট করে জিতেছে ২৪ বার। আর রান তাড়া করে জিতেছে ৩৫ রান। অন্যদিকে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে জিতেছে ২৮ বার। আর রান তাড়া করতে নেমে জিতেছে ২২ বার।

বিশ্বকাপে এই দুটি দল মুখোমুখি হয়েছে মোট ৯ বার। তার মধ্যে নিউ জিল্যান্ড জিতেছে ৫ বার। ভারত ৪ বার। 

সবশেষ ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউ জিল্যান্ড। এবার অবশ্য লিগপর্বের ম্যাচে তারা ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে।

এবার কে জিতে জয়ের পাল্লা ভারী করে এবং জায়গা করে নেয় ফাইনালে দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়