ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নিউজিল্যান্ড সফর শেষ মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৫ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:১১, ১৫ নভেম্বর ২০২৩
নিউজিল্যান্ড সফর শেষ মাহমুদউল্লাহর

বিশ্বকাপে পাওয়া চোট মাহমুদউল্লাহ রিয়াদকে ছিটকে দিয়েছে নিউ জিল্যান্ড সফর থেকে। দুই সংস্করণের সিরিজ খেলতে আগামী ১১ ডিসেম্বর রাতে নিউজিল্যান্ড সফর করবে জাতীয় ক্রিকেট দল।

এই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে মাহমুদউল্লাহকে পাওয়া যাবে না এই সিরিজে।

শেষ ম্যাচে রান আউট থেকে বাঁচতে ঝাঁপ দিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। এই চোট সারতে ৫ থেকে সাত সপ্তাহ সময় লাগে বলে জানিয়েছে মেডিকেল বিভাগ।

আরো পড়ুন:

গত পরশু মাহমুদউল্লাহর চোট পাওয়া কাঁধে এমআরআই করানো হয়।  আজ সকালে তার রিপোর্ট হাতে পেয়েছে ক্রিকেট বোর্ড।

১৭ ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে এই সফর। ডিসেম্বরের ৩১ তারিখ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়