ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কোহলির রেকর্ড গড়ার দিনে আবেগে ভাসছেন শচীন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৫ নভেম্বর ২০২৩  
কোহলির রেকর্ড গড়ার দিনে আবেগে ভাসছেন শচীন

শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে অনন্য এক উচ্চতায় পদার্পণ করেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে হয়ে যান সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। শচীনকে পেছনে ফেলে পূর্ণ করেন সেঞ্চুরির ফিফটি। এমন দিনে কোহলিকে অভিনন্দন জানাতে গিয়ে আবেগে ভাসছেন শচীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে নিয়ে স্মৃতিচারণ করে মাস্টার ব্লাস্টার লিখেন, ‘প্রথমবার যখন ভারতীয় ড্রেসিংরুমে তোমার সাথে আমার দেখা হলো, তখন তুমি আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলে। বিষয়টি নিয়ে অন্য সতীর্থরা তোমার সাথে খুব মজা করছিল। সেদিন অবশ্য আমিও হাসি থামাতে পারছিলাম না। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার প্যাশন এবং দক্ষতা দিয়ে আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিলে। আমি খুব খুশি যে সেই ছোট ছেলেটি আজ ‘বিরাট’ খেলোয়াড় হয়েছে।’

তিনি আরও লিখেন, ‘আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে এবং এটা বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে, তাও আবার আমার ঘরের মাঠে।’

আরো পড়ুন:

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের। ২০১২ সালে শচীন করেছিলেন ওয়ানডের ৪৯তম সেঞ্চুরি। যেটা করতে তার লেগেছিল ৪৫১ ইনিংস। ১১ বছরের মাথায় তার সেই রেকর্ড ভেঙে দিয়ে কোহলি পৌঁছে গেলেন শীর্ষে। ২৯১ ম্যাচ খেলে ২৭৯ ইনিংসে ৫০তম সেঞ্চুরি তুলে নিয়ে নতুন নজির স্থাপন করেন কিং কোহলি। আজ বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১০৬ বল খেলে ৮টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করে উল্লাসে মাতেন তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়