ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, হচ্ছে জমকালো সমাপনী!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:২৮, ১৭ নভেম্বর ২০২৩
উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, হচ্ছে জমকালো সমাপনী!

শোনা গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকে চমকে দেবে ভারত। যেখানে পারফর্ম করবেন বলিউডের রথী-মহারথীরা। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে ভারতের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। কিন্তু কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই গেল ৫ অক্টোবর মাঠে গড়িয়েছিল বিশ্বকাপ।

এবার চাউড় হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান না হলেও রোববার (১৯ নভেম্বর) থাকছে জমকালো সমাপনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন ইংলিশ পপ তারকা ডুয়া লিপা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। চার বছর পর তিনি আবার ভারতে এসেছেন। বর্তমানে সেখানে অবস্থান করছেন।

শুধু ডুয়া লিপা নন, আরও বেশ কিছু খ্যতিমান শিল্পী গান পরিবেশন করবেন সমাপনীতে। যেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আরো পড়ুন:

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়