ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

ফাইনালে মুখ থুবড়ে পড়লো ভারতের রান ফোয়ারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:০৬, ১৯ নভেম্বর ২০২৩
ফাইনালে মুখ থুবড়ে পড়লো ভারতের রান ফোয়ারা

বিশ্বকাপের এবারের আসরে আগের ১০ ম্যাচের একটিতেও অলআউট হয়নি ভারত। ব্যাট হাতে প্রতিপক্ষের বিপক্ষে দাপট দেখিয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচ জিতেছে তারা। কিন্তু আজ রোববার ফাইনালে এসে অলআউট হলো তারা। তাতে মুখ থুবড়ে পড়লো তাদের রান ফোয়ারা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয়েছে মাত্র ২৪০ রানে। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৪১ রান।

অন্যান্য ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে ঝড় তোলেন আজ রোহিত ছাড়া কেউ তেমনটি করতে পারেননি। রোহিত ৩১ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৭ রান করেন। এর বাইরে বিরাট কোহলি ৬৩ বলে ৪ চারে করেন ৫৪ রান।

আরো পড়ুন:

লোকেশ রাহুল ক্রিজে থিতু হয়ে খেলেন ধীরগতির ইনিংস। ১০৭ বল খেলে মাত্র ১ চারে ৬৬ রান করে যান তিনি।

বাকিদের মধ্যে সূর্যকুমার যাদব ও কুলদীপ দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। সূর্যকুমার ২৮ বলে ১ চারে ৬৬ এবং কুলদীপ ১৮ বলে করেন ১০ রান। মোহাম্মদ সিরাজ ৮ বল খেলে ১ চারে অপরাজিত থাকেন ৯ রানে।

বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ১০ ওভারে ৫৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। অধিনায়ক প্যাট কামিন্স সবচেয়ে ভালো বোলিং করেন। তিনি ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে নেন ২টি উইকেট। জশ হ্যাজলেউড ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন ২টি উইকেট।

এছাড়া অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১টি এবং গ্লেন ম্যাক্সওয়েল ৬ ওভারে ৩৫ রান দিয়ে রোহিত শর্মার মূল্যবান উইকেটটি নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়