ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

শিশিরের প্রভাব কমাতে স্প্রে করছে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২০:৪৩, ১৯ নভেম্বর ২০২৩
শিশিরের প্রভাব কমাতে স্প্রে করছে ভারত

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত আগে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলছে অস্ট্রেলিয়া। 

শীতের মৌসুম হওয়ায় রাত যতো বাড়ছে ততো বাড়ছে শিশিরের প্রভাব। তাতে করে বোলারদের বল করতে সমস্যা হবে। বিশেষ করে স্পিনারদের।

কিন্তু আগেই জানানো হয়েছিল শিশির ফাইনালে খুব একটা প্রভাব ফেলবে না। কারণ, শিশির কমাতে ‘ডিউ স্প্রে’র ব্যবস্থা করেছে ভারত। এই স্প্রে করার ফলে শিশিরের প্রভাব খুব একটা পড়বে না ফাইনালে।

আরো পড়ুন:

শীতকালে আহমেদাবাদের গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সেটা কমে ১৬ ডিগ্রি হলে বেশ শিশির পড়বে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়