ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

সেঞ্চুরিতে লয়োড-ভিভ-পন্টিংয়ের কাতারে হেড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১৯ নভেম্বর ২০২৩  
সেঞ্চুরিতে লয়োড-ভিভ-পন্টিংয়ের কাতারে হেড

বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি তুলে নিলেন অস্ট্রেলিয়ার ত্রাভিস হেড। তার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে হেক্সা মিশন সম্পন্ন করেছে অজিরা। ৯৫ বলে ১৪টি চার ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এই সেঞ্চুরিতে তিনি ক্লাইভ লয়োড, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিংদের মতো কিংবদন্তিদের কাতারে প্রবেশ করেন হেড। তার আগে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন আরও ছয়জন ক্রিকেটার।

তার মধ্যে ১৯৭৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লয়োড করেন ১০২ রান। ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিচার্ডস করেন অপরাজিত ১৩৮ রান।

আরো পড়ুন:

১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অরবিন্দ ডি সিলভা করেন অপরাজিত ১০৭ রান, ২০০৩ সালে ভারতের বিপক্ষে রিকি পন্টিং করেন অপরাজিত ১৪০ রান, ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্ট করেন ১৪৯ রান। ২০১১ বিশ্বকাপে মাহেলা জয়বর্ধনে ভারতের বিপক্ষে ফাইনালে করেছিলেন ১০৩ রান।

তবে রান তাড়া করার ক্ষেত্রে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান হেড। তার আগে ১৯৯৬ বিশ্বকাপে অরবিন্দ ডি সিলভা রান তাড়া করতে নেমে করেছিলেন সেঞ্চুরি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়