লক্ষ্ণৌ ছেড়ে আবার কেকেআরে গাম্ভীর
লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ছেড়ে আবার কলাকাতা নাইট রাইডার্সে ফিরেছেন গৌতম গাম্ভীর। আজ বুধবার ফ্র্যাঞ্চাইজিটির ‘মেন্টর’ হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
গাম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল কলকাতা। তিনি ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। এরপর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দেন। সেখানে সবশেষ দুই মৌসুম মেন্টর হিসেবে কাজ করেছেন।
অবশ্য গেল দুই মৌসুমেই প্লে-অফ খেলেছে লক্ষ্ণৌ। কিন্তু নতুন মৌসুমকে সামনে রেখে তারা কোচ হিসেবে নিয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী জাস্টিন ল্যাংগারকে। সে কারণেই গাম্ভীর সেখান থেকে সরে আসেন।
কলকাতার মেন্টর হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্য এক্সে লিখেন, ‘আমি কেবল কেকেআরেই ফিরছি না, আমি ফিরতে যাচ্ছি ‘সিটি অব জয়’ খ্যাত কলকাতায়। আমি আসছি। আমি ক্ষুধার্ত। আমি ২৩ নম্বর। আমি কেকেআর।’
ঢাকা/আমিনুল