ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

‘সাকিবের ব্যথা কমে এসেছে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:৫৫, ২৩ নভেম্বর ২০২৩
‘সাকিবের ব্যথা কমে এসেছে’

বিশ্বকাপ চলাকালীন দুই দফা ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। প্রথম দফার ইনজুরিতে ভারতের বিপক্ষে খেলতে পারেননি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সময় আঙ্গুলের ইনজুরিতে পড়েন। সে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন।

সাকিবের সেই চোটের দুই সপ্তাহ হয়ে গেছে। আরও এক সপ্তাহ পর তার ইনজুরির বিষয়ে আপডেট জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী আজ বৃহস্পতিবার জানিয়েছেন সাকিবের ব্যথা কমে এসেছে।

তিনি বলেন, ‘সাকিবের চোটের ২ সপ্তাহের বেশি হতে চললো। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা আঘাতের ৩ সপ্তাহের সময় একটি চেক এক্স-রে করবো। এরপর আমরা আপনাদের অবহিত করতে পারব। এখন সাকিবের ব্যথা কমে এসেছে। তবে এমন ক্ষেত্রে ৩ সপ্তাহ পর চেক করতে হয়। রিভিউ করতে হয়। সেটাই আমরা করবো। এক্স-রে করে, রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে পারবো।’

আরো পড়ুন:

ইনজুরির কারণে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব। শুধু তাই নয়, নিউ জিল্যান্ড সফরেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়