ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না তাসকিনকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২৩ নভেম্বর ২০২৩  
লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না তাসকিনকে

তাসকিনের কাঁধের ইনজুরির সমস্যাটা পুরনো। মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে। অবশ্য বিশ্বকাপে তিনি সামান্য ইনজুরি নিয়েই খেলেছেন। ইনজুরির কারণে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজও খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, ফিরতি সিরিজে নিউ জিল্যান্ডেও যেতে পারবেন না তাসকিন।

আজ বৃহস্পতিবার বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে লম্বা সময়ের জন্য বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন তারা। সেক্ষেত্রে লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না তারকা এই পেসারকে।

দেবাশীষ বলেন, ‘তাসকিনের চোট বারবার ফিরে আসছে। বারবার কাঁধে ব্যথা হচ্ছে। এজন্য এখন আমরা এখন তাকে লম্বা একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আনতে চাচ্ছি। তাকে দীর্ঘ সময়ের জন্য বোলিং থেকে আমরা অফ করে রাখার ব্যাপারে কথা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘তাসকিন কিন্তু বোলিং করতে পারছে। ওর ক্যারিয়ার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ, মাঝে মাঝে তাকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। তার বলের গতির ব্যাপারেও মাঝে মাঝে কিছু সমস্যা হচ্ছে। আমরা চাইছি দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন সে পুরোপুরি সুস্থ হয়ে আবারও ফিরে আসতে পারে। আপাতত আমরা ৪ সপ্তাহের জন্য অফ করেছি তার বোলিং। আমাদের লক্ষ্য যেন সে সুস্থ হয়ে ফিরে আসে।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়