ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কোপা আমেরিকাতেই শেষ ডি মারিয়ার আর্জেন্টিনা অধ্যায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:২৯, ২৪ নভেম্বর ২০২৩
কোপা আমেরিকাতেই শেষ ডি মারিয়ার আর্জেন্টিনা অধ্যায়

বেশ কয়েকবারই জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এবার জানালেন। ২০২৪ সালের কোপা আমেরিকাই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার। 

ইনস্টাগ্রামে পোস্টে ডি মারিয়া বলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। মনের গভীরের কষ্ট ও বিষাদ নিয়ে আমি জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যে জার্সি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে যেটি অনুভব করি। সমর্থক, পরিবার ও সতীর্থদের ধন্যবাদ। আমরা ইতিহাস লিখতে থাকব, যা অনন্তকাল বহমান।’

এই ফুটবলার আরও বলেন, ‘বাছাইপর্বে (বিশ্বকাপ) আমার শেষ ম্যাচ খেলে ফেললাম। সতীর্থ, বন্ধুদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি, তাদের ছাড়া গল্পটা এমন হতো না। তাদের ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে।’

আরো পড়ুন:

এছাড়াও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দর্শকদের আচরণ নিয়ে তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠে যা হয়েছে, সেটা ভুলে যেতে পারি না। এমন আচরণ কারোই প্রাপ্য নয়। আশা করছি, এই ধরনের ঘটনা আর হবে না। একজন খেলোয়াড় হিসেবে আমরা আমাদের সমর্থকদের পাশে থাকব।’

আর্জেন্টিনার জার্সিতে ২০০৮ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের ডি মারিয়ার অভিষেক হয়। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩৬টি ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ২৯টি, করিয়েছেনও ২টি। এই পরিসংখ্যান দিয়ে অবশ্য তাকে বিচার করা যাবে না। কেননা আর্জেন্টিনার দুই বড় ট্রফি কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপের ফাইনালেও যে তার গোল রয়েছে।

ফাইনাল মানেই ডি মারিয়ার পায়ের জাদু। ২০০৮ অলিম্পিকে তার গোলেই স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। তার গোলেই ব্রাজিলকে হারিয়ে মেসিরা পান ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা। ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন তিনি। আর সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দেখিয়েছেন পায়ের জাদু।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়