ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৯, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ২৩:২৪, ২৬ নভেম্বর ২০২৩
বড় জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

প্রথম ম্যাচে ২০৯ রান তাড়া করে ২ উইকেটে জিতেছিল ভারত। আজ রোববার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রান পাহাড় গড়ে বড় ব্যবধানে জয় পেয়েছে। তাতে পাঁচ ম্যাচ সিরিজে ভারত এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করে অস্ট্রেলিয়া। ৪৪ রানের বড় জয় পায় ভারত।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। ২.৪ ওভারেই তুলে ফেলেছিল ৩৫ রান। কিন্তু এরপর আর তাল সামলাতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে তারা। শেষ দিকে ম্যাথু ওয়েড ঝড়ে ১৯১ পর্যন্ত যেতে পারে অজিরা।

আরো পড়ুন:

ব্যাট হাতে মার্কাস স্টয়েনিস সর্বোচ্চ ৪৫ রান করেন। ২৫ বলে ২ চার ৪ ছক্কায় এই রান করেন তিনি। ৩৭ রান আসে টিম ডেভিডের ব্যাট থেকে। পঞ্চম উইকেটে তারা দুজন মাত্র ৩৮ বলে ৮১ রান তুলে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন অস্ট্রেলিয়াকে। কিন্তু এই দুইজন আউট হওয়ার পর জয়টা দূরের বাতিঘর হয়ে যায় অজিদের জন্য। এর বাইরে ২৩ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪২ রান করে হারের ব্যবধান কমান ওয়েড।

বল হাতে রবি বিষ্ণোই ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর প্রসিদ্ধ কৃষ্ণা ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ৩টি উইকেট।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ৫.৪ ওভারে ৭৭ রান তুলে ফেলেন ভারতের জয়সাওয়াল ও গায়কোয়াড়। জয়সাওয়াল মাত্র ২৪ বলে ৯টি চার ও ২ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। এরপর নাথান এলিসের বলে অ্যাডাম জাম্পার হাতে ক্যাচ দিয়ে আউট হন। ২৫ বলে ৫৩ রান করে যান তিনি। তারা দুজন ৩৫ বলে দলীয় সংগ্রহে যোগ করেন ৭৭ রান!

সেখান থেকে গায়কোয়াড় ও ইশান কিষাণ দলীয় সংগ্রহকে টেনে নেন ১৬৪ পর্যন্ত। ১৫.২ ওভারের মাথায় ভাঙে তাদের ৫৮ বলে ৮৭ রানের জুটি। মার্কাস স্টয়েনিসের শিকার হন কিষাণ। ৩২ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৫২ রান করেন তিনি।

১৮৯ রানের মাথায় ফেরেন নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তিনি ১০ বলে ২ ছক্কায় করেনন ১৯ রান। তাকে ফেরান এলিস। শেষ ওভারে ২২১ রানের মাথায় গিয়ে আউট হন গায়কোয়াড়। এলিসের তৃতীয় শিকার হওয়ার আগে ৪৩ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫৮ রান করে যান এই ব্যাটসম্যান।

রিংকু সিং মাঠে নেমেই শুরু করেন মারমুখী ব্যাটিং। তাকে আউট করা যায়নি। তাতে যা হওয়ার তাই হয়। মাত্র ৯ বল খেলে ৪টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৩১ রান করেন তিনি। স্ট্রাইক রেট ৩৪৪.৪৪। তার সঙ্গে তিলক ভার্মা অপরাজিত থাকেন ৭ রানে। অতিরিক্ত খাত থেকে আসে ১৫ রান। তাতে ২৩৫ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

বল হাতে এলিস ৪ ওভারে ৪৫ রান দিয়ে ৩টি এবং স্টয়েনিস ৩ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট নেন। 

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়