প্রথম দিনেই ক্যাডমোর ঝড়, জয় ডেকান-নিউ ইয়র্কের
আবুধাবি টি টেনের প্রথম দিন প্রথম ম্যাচেই ঝড় তুলেছেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের টম কোহলার ক্যাডমোর। তার ঝড়ো ফিফটিতে ভর করে নিউ ইয়র্ক ওয়ারিয়র্সের বিপক্ষে ২২ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। অপর ম্যাচে স্যাম্প আর্মির বিপক্ষে ৯ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নর্দান ওয়ারিয়র্স।
নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১১৮ রান করে ডেকান। ৩৩ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ক্যাডমোর। মাত্র ২৭ বলে দেখা পান ফিফটির। এ ছাড়া ৯ বলে ১৭ রান করেন আন্দ্রে রাসেল। নিউ ইয়র্কের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চামিকা করুনারত্নে।
তাড়া করতে নেমে ১০০ রানের আগেই থেমে যায় নিউ ইয়র্ক। ৬ উইকেটে তারা ৯৬ রান করে। সর্বোচ্চ ২৬ রান করেন মোহাম্মদ ওয়াসিম। আসিফ আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। ডেকানের হয়ে ২ উইকেট নেন জাহুর খান।
দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১০৩ রান করে নর্দান ওয়ারিয়র্স। মাত্র ১৫ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন কলিন মুনোরো। ২ উইকেট নেন কাইস আহমেদ।
তাড়া করতে নেমে ৯৪ রানে থামে স্যাম্প আর্মি। সর্বোচ্চ ৩৭ রান করেন মঈন আলী। বাকি ব্যাটারদের ব্যর্থতায় জয় পাওয়া সম্ভব হয়নি। অ্যাঞ্জেলো ম্যাথুস সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২ উইকেট করে নেন জেমস নিশাম ও আভিমান্যু মিঠুন।
ঢাকা/রিয়াদ/বিজয়