ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দ্রাবিড়ের সঙ্গে চুক্তি নবায়ন করলো ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:২২, ৩০ নভেম্বর ২০২৩
দ্রাবিড়ের সঙ্গে চুক্তি নবায়ন করলো ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্বকাপের পরপরই গুঞ্জন উঠেছিল, ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াতে চান রাহুল দ্রাবিড়। তবে সেটি হচ্ছে না। সাবেক এই ক্রিকেটার ও সফল কোচের সঙ্গে আবারও চুক্তি নাবায়ন করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দ্রাবিড়ের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নতুন চুক্তি অনুযায়ী আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচের পদে থাকবেন দ্রাবিড়।তার সহকারী হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। আসন্ন সাউথ আফ্রিকা সফরের জন্য দুজনেরই সাপোর্ট স্টাফের ভিসা করানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

ভারতীয় সংবাদ মাধ্যমটির ভাষ্য, গত সপ্তাহেই দ্রাবিড়ের সঙ্গে আলোচনা বসেছিল বিসিসিআই। দ্রাবিড় যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের দায়িত্বে থেকে যেতে রাজি হন, সেক্ষেত্রে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলিপকেও রেখে দিতে চায় বোর্ড।দ্রাবিড়ের চুক্তি নবায়নের ফলে সবাই থাকছেন।

আরো পড়ুন:

উল্লেখ্য, রবি শাস্ত্রী দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের দায়িত্ব নেন দ্রাবিড়। তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ভারত। সাবেক এই ক্রিকেটারের অধীনে এ বছরই ভারত জিতেছে এশিয়া কাপ। এছাড়াও তিন ফরম্যাটে ভারতকে শীর্ষে তুলেছেন দ্রাবিড়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়