ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

রোহিতকে বাদ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৩০ নভেম্বর ২০২৩  
রোহিতকে বাদ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা

ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। খেলবে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজের টি-টোয়েন্টির জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি দলে রাখা হয়নি রোহিত শর্মাকে। কোহলি আগেই ছুটি চেয়ে নিয়েছেন।

রোহিত না থাকায় দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদব।

এক বছরেরও বেশি সময় আগে টি-টোয়েন্টি খেলা রবীন্দ্র জাদেজাকে ফেরানো হয়েছে দলে। তাকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্বও। অক্ষর প্যাটেলের পরিবর্তে তিনি সুযোগ পেয়েছেন দলে। এছাড়া দলে ফিরেছেন দীপক চাহার। যিনি সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে খেলেছিলেন ভারতের হয়ে।

আরো পড়ুন:

আগামী ১০ ডিসেম্বর ডারবানে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ১২ ডিসেম্বর জর্জেস পার্কে ও ১৪ ডিসেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে বাকি দুই টি-টোয়েন্টি।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, রিংকু সিং, শ্রেয়াস আয়ার, ইশান কিষাণ (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়