ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মালির কাছে পাত্তা পেলো না আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১ ডিসেম্বর ২০২৩  
মালির কাছে পাত্তা পেলো না আর্জেন্টিনা

চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু এরপর আর এগোতে পারেনি তারা। সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে প্রথমবার ফাইনালে যেতে ব্যর্থ হয়।

এরপর আজ শুক্রবার স্থান নির্ধারণী ম্যাচে আফ্রিকার দেশ মালির কাছে পাত্তা পেলো না তারা। ৩-০ ব্যবধানে হেরে চতুর্থ হয়ে বিশ্বকাপ শেষ করলো আর্জেন্টিনার কিশোররা।

এদিন ম্যাচের নবম মিনিটেই গোল হজম করে বসে জুনিয়র আলবিসিলেস্তারা। এ সময় মালির ইব্রাহিম দিয়ারা গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৪৫ মিনিটের সময় মামাদো দৌমবিয়ার গোলে ব্যবধান বাড়ে। আর বিরতির পর ৪৮ মিনিটে হামিদো মাকালুর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

আরো পড়ুন:

আগামীকাল সন্ধ্যা ৭টায় ফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়