‘মিন’ করে বলেছিলাম আমরা জিততে পারি: শান্ত
সিলেটে অর্ধেক কাজ করে রাখল নাজমুল হোসেন শান্তর দল। বাকি অর্ধেক ঢাকায়! নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নবনিযুক্ত অধিনায়ক নিজের প্রথম সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন, ‘এই দুইটা ম্যাচ আমরা জিততে পারি। জেতার জন্যই খেলব। সবার মধ্যে এই বিশ্বাসটা আছে।’ সেই বিশ্বাস ডালপালা মেললো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নিউ জিল্যান্ডকে হারাল ১৫০ রানের ব্যবধানে। অধিনায়ক কথা দিয়ে কথা রাখলেন।
প্রথম ম্যাচেই বিজয়ের হাসি বাংলাদেশের ড্রেসিংরুমে। কণ্ঠে ভাসল, ‘আমরা করবো জয়।’ এমন জয়ের পর উচ্ছ্বসিত অধিনায়ক। নিউ জিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে এর আগে কোনো অধিনায়ককেই এমন কিছু বলতে শোনা যায়নি। সেটা ঘরের মাঠে হোক বা বাইরে। মাঠে নামার আগে নিরাপদ অবস্থানে থাকতেন অধিনায়কেরা। সেখানে শান্ত সাহস দেখিয়েছেন। শুধু এক ম্যাচ নয়, সিরিজ জেতার প্রতিশ্রুতি দিয়েছেন। সিলেটে দুর্দান্ত জয়ে অর্ধেক কাজ এগিয়ে রেখেছেন। বাকি অর্ধেক ঢাকায়। নিজেদের ওপর প্রবল আত্মবিশ্বাস, নিজেদের পরিকল্পনায় স্থির ছিল বলেই নিউ জিল্যান্ডকে আটকানো গেছে বলে মন্তব্য করেছেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন, ‘আমি খুবই পরিষ্কার (জয়ের ভাবনায়) ছিলাম। আমি কাউকে মোটিভেট করার জন্য বলিনি। কথাটা মিন করেছিলাম যে এই সিরিজটা জিততে পারি। এবং জেতার জন্যই আমরা খেলবো।’ শান্ত নিজের বিশ্বাস দেখেছেন বাকিদের ভেতরেও, ‘এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটা খেলোয়াড়ের মধ্যে ছিল। আমি যখন দেখেছি প্রতিটি প্লেয়ার একইভাবে চিন্তা করছে তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে। আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমার তখনই করেছি।’
নিজেদের পরিকল্পনা, পরিশ্রম সফল হওয়ায় বেশ খুশি বাংলাদেশের অধিনায়ক, ‘ভালো লাগছে। খুবই খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি, প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। ওভার অল যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এরকম জয়, খুবই আনন্দিত।’
সিলেটে জয়ের পর ঢাকাতেও শান্ত এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান। সিরিজ জিততে মুখিয়ে থাকা অধিনায়ক বলেছেন, ‘আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং অ্যাটাক, ব্যাটিংয়ে যে শক্তিটা আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা আলাদা আলদাা করে যেমন শক্ত ছিল আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব। যদিও একটা ম্যাচ বাকি। অর্ধেক কাজ হয়েছে। এমন না যে পরের ম্যাচ যাবো আর জিতে যাবো। এরকম হবে না। আবার ওই পাঁচদিন কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করবো যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’
সিলেট/ইয়াসিন/বিজয়