ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

সিরিজ জিতলে ‘অনেক বড়’ বোনাস পাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:১১, ৫ ডিসেম্বর ২০২৩
সিরিজ জিতলে ‘অনেক বড়’ বোনাস পাবে বাংলাদেশ

দুর্দান্ত ক্রিকেট খেলে নিউ জিল্যান্ডকে সিলেটে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। এটা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালে নিউ জিল্যান্ডকে তাদের মাটিতেই হারিয়েছিল বাংলাদেশ। সেবার সিরিজ জিততে পারেনি। দ্বিতীয় টেস্ট ইনিংস ব্যবধানে হেরে সিরিজ ড্র করে দুই দল। এবার সুযোগ আছে সিরিজ জেতার। সিলেটের পর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। যেখানে স্পিন বধ্যভূমিতে বরাবরই বাংলাদেশ প্রবল শক্তিশালী। তাই সিরিজ জয়ের স্বভাবনাও বেশি। 

নিউ জিল্যান্ডকে এর আগে ওয়ানডেতে হোয়াইটশ করেছে বাংলাদেশ। এবার পালা টেস্টে।  খেলোয়াড়দের তাঁতিয়ে দিতে এর মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে রাখলেন, সিরিজ জিতলে দেওয়া হবে ‘অনেক বড়’ বোনাস। বিশ্বকাপের ভরাডুবির পর বিসিবি সভাপতি বেশ নীরবে ছিলেন। এড়িয়ে যাচ্ছিলেন গণমাধ্যম। জাতীয় দলের সঙ্গেও তার যোগাযোগ তেমন একটা হতো না। নিউ জিল্যান্ডকে টেস্টে হারানোর পর আবার সামনে এলেন তিনি। 

সোমবার (৪ ডিসেম্বর) রাতে টিম হোটেলে দলের সঙ্গে নৈশভোজ করেন তিনি। সেখান থেকে বেরিয়ে নাজমুল হাসান জানান, সিরিজ জিতলে তাদের দেওয়া হবে অনেক বড় বোনাস। ক্রিকেটারদের তরফ থেকে বোনাস চাওয়া হয়েছিল। তাদের প্রত্যাশা পূরণ করা হবে জানিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘বোনাসের কথা... বলে নাই। ওরা শুনতে চেয়েছিল। আসার সময় একজন বলেছিল। আমি বলেছি এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় কিছু পাবে। এটাতে কোন সন্দেহ নেই।’

আরো পড়ুন:

সিলেটের সাফল্যকে বেশ বড় করে দেখছেন তিনি, ‘প্রথম ম্যাচ সিলেটে হয়েছে যেখানের উইকেটটা ভালো ছিল। এখানে আমাদের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন, দুনিয়ার অন্যতম সেরা সে (টনি হেমিং)। ওখানে ব্যাটারদের জন্য ছিল, স্পিনারদের জন্য ছিল, পেসারদের জন্যও ছিল, বাউন্সও ছিল, সবই ছিল। এরকম সাধারণত আমরা দেখি নাই। এর আগে কিন্তু এরকম উইকেট দেখিনি, এটা স্বীকার করতেই হবে।’

মিরপুরে এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষেও তাই জয়ের প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি, ‘পরেরটা (ম্যাচ) হচ্ছে মিরপুরে। মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই।’

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়