ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিশ্বকাপ হারের দুঃখ এখনো ভুলতে পারেননি গিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:০৫, ৬ ডিসেম্বর ২০২৩
বিশ্বকাপ হারের দুঃখ এখনো ভুলতে পারেননি গিল

ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ২০১১ সালে। এরপর দীর্ঘ এক যুগ আর এক ফরম্যাটের শিরোপার মুখ দেখেনি তারা। সেই আক্ষেপ ঘোচানোর মঞ্চ ঘরের মাঠেই পেয়ে গিয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে বিরাট এক ক্ষত সৃষ্টি হলো। যে ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তরুণ শুভমান গিল।

এবারই প্রথম ভারতের জার্সি গায়ে বিশ্বকাপে খেলতে নেমেছিলেন গিল। আসর জুড়ে ব্যাট হাতে ছন্দে থাকলেও ফাইনালের আক্ষেপ তাড়া করছে শুভমান গিলকে। ‘সিএনবিসি টিভি ১৮’তে গিল বলেছেন, ‘আমি মনে করি, এটি আমার জন্য একটি দুর্দান্ত বছর ছিলো। কিন্তু বিশ্বকাপ হাতছাড়া করার কারণে মন বেশ খারাপ হয়ে গিয়েছিল।’

তবে এখানেই থামতে চান না গিল। তার লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ নিয়ে ভারতীয় তরুণ বলেন, ‘সৌভাগ্যবশত, সামনের বছর আরো একটি বিশ্বকাপ আসছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ), তাই আমরা সবাই সেটার জন্য অপেক্ষা করছি।’

আরো পড়ুন:

বিশ্বকাপ ছাড়াও সামনেই সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ রয়েছে ভারতের। এমনকি অস্ট্রেলিয়া মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে গিলরা। তাই ব্যর্থতার গল্প পিছনের পিছনে রেখে সামনে এগিয়ে যেতে চান গিল।

গিল আরও বলেন, ‘আগামী এক বছরের মধ্যে, বিশ্বকাপ আসছে, অস্ট্রেলিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজ আসছে। এই বছরে আমাদের টেস্ট সিরিজ আছে।  অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ এবং সাউথ আফ্রিকা সিরিজ সত্যিই কঠিন হতে চলেছে। সেই ম্যাচগুলির জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়