ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

অ্যাস্টন ভিলায় ধরাশায়ী চ্যাম্পিয়ন ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৭ ডিসেম্বর ২০২৩  
অ্যাস্টন ভিলায় ধরাশায়ী চ্যাম্পিয়ন ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে অ্যাস্টন ভিলায় ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে বার্মিংহামের ক্লাবটি।

এই হারে ১৫ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানসিটি। শীর্ষে থাকা আর্সেনালের সাথে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হয়েছে ৪। সমান ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে তৃতীয় স্থানে। লিভারপুল ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আর্সেনাল ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানসিটি কিংবা অ্যাস্টন ভিলা। ম্যাচের ৭৪ মিনিটে একমাত্র গোলটি হয়। এ সময় লিওন বেইলি মাঝ মাঠের একটু সামনে থেকে বল পেয়ে যান। এরপর বল নিয়ে ডি বক্সের সামনে চলে যান। তার নেওয়া ডান পায়ের শট ম্যানসিটির রুবেন দিয়াসের পায়ে লেগে উপরে উঠে যায় এবং গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে গিয়ে জালে জড়ায়।

আরো পড়ুন:

এর কিছুক্ষণ পর আরও একটি গোল হতে পারতো অ্যাস্টন ভিলার। এ সময় ডগলাস লুইজের নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। শেষ পর্যন্ত ১-০ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাই এমরির শিষ্যরা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়