ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফিলিপস ঝড়ে নিউ জিল্যান্ডের লিড 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:১৬, ৮ ডিসেম্বর ২০২৩
ফিলিপস ঝড়ে নিউ জিল্যান্ডের লিড 

৫৫ রানে পাঁচ উইকেটের পর থেকেই ক্ষণ গণনা শুরু হয় কখন অল আউট হবে নিউ জিল্যান্ড। কিন্তু দ্বিতীয় দিনেও বৃষ্টির পেটে চলে যায় খেলা। বাড়ে অপেক্ষা। তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। কিন্তু পাল্টা আক্রমণ করে লিড তুলে নিয়েছে নিউ জিল্যান্ড।
 
গ্লেন ফিলিপসের ঝড়ে তৃতীয় দিনের খেলা দেড় ঘণ্টা পেরোতেই বাংলাদেশের রান টপকে লিড নেয় নিউ জিল্যান্ড। ৫ রানে দিন শুরু করা ফিলিপস অবশ্য থেমেছেন ৭২ বলে ৮৭ রান করে। ফিফটি করেছেন মাত্র ৩৮ বলে! 

ড্যারিল মিচেলের সঙ্গে দিন শুরু করেন ফিলিপস। মেহেদি হাসান মিরাজের অসাধারণ ক্যাচে মিচেল ফিরলেও আরেক প্রান্তে ফিলিপস তুলোধুনো করছেন বাংলাদেশি বোলারদের। মিচেলের আউটের পর আরও ২ উইকেট হারায় কিউইরা, কিন্তু রানের চাকা সচল রাখেন ফিলিপস। তার সঙ্গে যোগ দিয়েছিলেন টিম সাউদি। 

এর আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়। প্রথম দিন শেষে বিকেলে ব্যাটিং করতে নেমে ধসের মুখে পড়ে কিউই ব্যাটিং। মাত্র ৫৫ রানে হারায় পাঁচ পাঁচটি। খাদের কিনারা থেকে দলকে লিড এনে দিয়েছেন ফিলিপস একাই। 

আরো পড়ুন:

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়