ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

‘আমার ক্যারিয়ারে সম্ভবত সবচেয়ে খারাপ উইকেট’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৯ ডিসেম্বর ২০২৩  
‘আমার ক্যারিয়ারে সম্ভবত সবচেয়ে খারাপ উইকেট’

দল হেরে গেলে নানা অজুহাত থাকে। অভিযোগ উঠে। কিন্তু টিম সাউদি ব্যতিক্রম কিছু করলেন। মিরপুরে জয়ের পরও সাউদি জানালেন, তার খেলা সম্ভবত সবচেয়ে খারাপ উইকেটে খেলেছেন। বল উচুঁ নিচু হচ্ছে একটু পরপরই। স্পিনারদের বল দিচ্ছে ছোবল। ব্যাটসম্যানদের এজন্য থাকতে হয়েছিল বাড়তি সতর্ক।

কিন্তু তাতেও লাভ হয়নি। স্পিন স্বর্গ উইকেটে নাকানি চুবানি খেয়েছে দুই দলই। স্বাগতিক সুবিধা নিয়েও শেষ পর্যন্ত হাসতে পারেনি বাংলাদেশ। সিলেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ১-১ সমতা এনেছে নিউ জিল্যান্ড।

ঢাকা টেস্টে হওয়া ১৭৮.১ ওভারে মোট ৩৬ উইকেট পড়েছে। যেখানে স্পিনাররা পেয়েছেন ৩১ উইকেট। ৫টি পেসাররা। উইকেট এমন হবে তা প্রত্যাশায় ছিল নিউ জিল্যান্ডের। এজন্য বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমে তারা সফলও। তবে এমন উইকেটকে মোটেও ভালো বলতে নারাজ কিউই অধিনায়ক। স্বাগতিক সুবিধা স্বাগতিক দল নিতেই পারে। তা নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু কতটা সেটা নিয়েই বিরাট প্রশ্ন। 

আরো পড়ুন:

‘আমার ক্যারিয়ারে সম্ভবত সবচেয়ে খারাপ উইকেট। ব্যাট-বলের লড়াইয়ের ভারসাম্য তো ছিলই না, বোলাররা ম্যাচের ফল নিয়ন্ত্রণ করেছে। মাত্র ১৭০ ওভার খেলা হয়েছে (আসলে ১৭৮.১)। চিত্রই বলে দিচ্ছে ম্যাচে কি হয়েছে। তারপরও সেখান থেকে বেরিয়ে আমরা জিতেছি যা আনন্দের।’ 

উইকেট নিয়ে সাউদির মূল্যায়ন, ‘এরকম কঠিন উইকেটে ভালো কিছু নিয়ে ফিরতে পারা আনন্দের। অবশ্যই গ্লেন ফিলিপসের দুই ইনিংসের ব্যাটিং অবিশ্বাস্য। প্রথম ইনিংসে তার ইনিংসটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। তার ক্যারিয়ার এখনও শুরুর দিকে। স্পিনে তার বল পড়তে পারার ক্ষমতা দারুণ। যেটা খুবই দারুণ।’

বোলার হিসেবে এমন উইকেটকে কিভাবে সাউদি মূল্যায়ন করছেন সেই প্রশ্নও করা হয়েছিল। উত্তরে ডানহাতি পেসার বলেছেন, ‘আমি আসলে এই উইকেটকে ভিন্নভাবে মূল্যায়ন করতে পারি। আমার মতে, ১৭০ রান প্রথম ইনিংসে হওয়া পুরো চিত্র ফুটিয়ে তুলছে। এটা দারুণ। আমার মতে, এখানে ব্যাট-বলের কোনো লড়াই হয়নি।’

ম্যাচ জিতে মুখে হাসি ফুটলেও সাউদি এমন টেস্টকে অসম্পূর্ণ বলছেন, ‘আমার মতে এই ম্যাচটি অসম্পূর্ণ। কঠিন উইকেট। যেখানে রান পাওয়া ছিল বিরল কিছু। ছোট ছোট কিছু মুহূর্ত, ছোট জুটি এই ম্যাচে বড় প্রভাব রেখেছে। ব্যাট-বলে কিছুটা লড়াই হলেও সেটা চোখে লাগেনি। যদি এমনটা হতো তাহলে জয়টা আরও আনন্দের হতো।’

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়