আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপে যুবাদের দারুণ শুরু
অনূর্ধ-১৯ এশিয়া কাপে দারুণ জয়ে শুরু করেছে বাংলাদেশ। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে স্বাগতিক দল আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে যুবারা।
আইসিসি একাডামি মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ২২৮ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে মাত্র ১৬৭ রানে অল আউট হয় আমিরাত। ৬১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
তাড়া করতে নেমে ধীরগতির শুরু করে আমিরতা। ৭.১ ওভারে দলীয় ২৯ রানে দলটি হারায় প্রথম উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত ছিলেন হার্দিক পাই। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট মিজানুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবন।
এর আগে আশিকুর রহমান শিবিলীর ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ১০২ বলে শিবলী সর্বোচ্চ ৭১ রান করেন। ৩টি চার ও ১টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। এ ছাড়া ৪২ রান আসে আরেক ওপেনার জিসান আলমের ব্যাট থেকে। আমিরাতের হয়ে একাই ৬ উইকেট নেন ধ্রুব পারাশার।
বাংলাদেশ ‘বি’ গ্রুপ থেকে প্রথম ম্যাচে লড়েছে আমিরাতের বিপক্ষে। গ্রুপের অন্য দুটি দল হলো শ্রীলঙ্কা ও জাপান। ১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
রিয়াদ/আমিনুল