ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

সিরিজে সমতা ফেরালো আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১০ ডিসেম্বর ২০২৩  
সিরিজে সমতা ফেরালো আয়ারল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে শেষ ওভারের শেষ বলে হেরে গিয়েছিল আয়ারল্যান্ড। তবে শনিবার রাতে দ্বিতীয় ম্যাচে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে আইরিশরা।

হারারেতে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

ব্যাট হাতে জয়ে দারুণ অবদান রাখেন হ্যারি টেক্টর ও কুর্টিস ক্যাম্ফার। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ৬৬ রান যোগ করে জয়কে সহজ করে দেন। টেক্টর ৫ চারে ৪৮ ও ক্যাম্ফার ৪ চারে ৩৭ রান করেন। মার্ক অ্যাডার ১৯ ও জর্জ ডকরেল অপরাজিত ১৬ রান করে দলকে জেতান।

আরো পড়ুন:

বল হাতে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা ২টি উইকেট নেন।

তার আগে ৭৮ রানেই ৫ উইকেট হারানোর জিম্বাবুয়ের রান ১৬৫ পর্যন্ত যায় তিনাশে কামুনহুকাউয়ি, রায়ান বার্ল ও ক্লাইভ মানান্দের ব্যাটে ভর করে। তিনাশে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করে আউট হন। এরপর ষষ্ঠ উইকেটে বার্ল ও ক্লাইভ মিলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। বার্ল ৩ ছক্কায় ৩৮ রানে ও ক্লাইভ ২ চার ও ১ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন।

বল হাতে অ্যাডায়ার ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন টেক্টর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়