আইপিএলে নাম দিইনি, ইচ্ছা জাতীয় দলে খেলা: সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এবারের নিলামে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নাম দেননি।
গতবার নাম দিয়ে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর নাম সরিয়ে নেন। এবারও সাকিব নেই। শুধু আইপিএল নয়, সাকিব নিজের নাম তোলেননি পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
ক্যারিয়ারের শেষ দিকে এসে সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট স্যাক্রিফাইজ করে জাতীয় দলকে যতটা সম্ভব সময় দিতে চান। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে সাকিব ভবিষ্যৎ ক্রিকেট পরিকল্পনার কথা জানান। সাকিব বলেছেন, ‘আইপিএলে নাম দেইনি। স্বাভাবিকভাবে আমার জন্য উইন্ডো খোলা হবে। পিএসএলে যখন আমার ম্যানেজার নাম দিয়েছিল আমি তাকে বলেছি নাম তুলে নিতে। সো পিএসএলেও আমার নাম নেই। আমার যেটা পরিকল্পনা বেশিরভাগ সময়… আসলে বেশিরভাগ সময় নয়, পুরোটা সময় যেন জাতীয় দলকে দিতে পারি। আগে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতাম সেগুলো আমি স্যাক্রিফাইজ করবো।’
তিন ফরম্যাটে ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা বলেছেন সাকিব, ‘তিনটা ফরম্যাটে খেলছি এখনো। আশা করছি তিন ফরম্যাটে যেন কন্টিনিউ করতে পারি। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না আসলে কখন কোনটা কী হতে পারে। কিন্তু ইচ্ছা আছে আরো বেশি, অনেকদিনই ক্রিকেট খেলে যাওয়া।’
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙ্গুলে চোট পান সাকিব। চার সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা ছিল তার। কিন্তু চোট এখনও পুরোপুরি সেরে উঠেনি। আরো দুই সপ্তাহ সময়ের প্রয়োজন। এজন্য নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ মিস করছেন। তবে সুস্থ থাকলে সাকিব খেলতে পারতেন কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট জল্পনা। কারণ রাজনৈতিক মাঠে নামা সাকিব আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার ব্যস্ততা শুরু হয়ে গেছে। চোট সেরে একেবারে বিপিএল দিয়ে মাঠে ফেরার ইচ্ছা সাকিবের।
‘আশা ছিল নিউ জিল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাবো। এখন মাত্র দল যাচ্ছে। আমি পরিকল্পনা করেছিলাম ওরকম। আমার ধারণা ছিল চোট চার সম্পাহের ভেতরে ভালো হয়ে যাবে। কিন্তু আমি গত দুদিন আগেও চিকিৎসক দেখিয়েছি। তিনি বলেছেন আরো দুই সপ্তাহ অপেক্ষা করতে। তারপর আস্তে আস্তে রিহ্যাব শুরু করবে। যতটুকু সময় লাগার কথা তার চেয়ে বেশি লাগছে। ছয় সপ্তাহের মতো লাগবে। তারপর যেটা, রিহ্যাব এবং আমার ফিটনেস আসতে আসতে বিপিএলের আগে আমি সুযোগ দেখছি না। নির্বাচন আছে, আমি এদিকেই ব্যস্ত থাকবো। স্বাভাবিকভাবেই বিপিএল দিয়ে খেলা শুরু হবে বলে আমি মনে করি। আশা করছি বিপিএল প্রথম থেকে খুব ভালো অবস্থায় ফিট হয়ে খেলতে পারব।’
বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএল খেলবেন সাকিব।
ঢাকা/ইয়াসিন