ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

গুগলের অলটাইম সার্চে সবচেয়ে এগিয়ে যে ক্রিকেটার 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪০, ১২ ডিসেম্বর ২০২৩
গুগলের অলটাইম সার্চে সবচেয়ে এগিয়ে যে ক্রিকেটার 

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।  ইতিমধ্যে গুগল পা দিয়েছে ২৫ বছরে। যৌবনে হাঁটা গুগলে সার্চে সবচেয়ে বেশি কোন ক্রিকেটারকে খোঁজা হয়েছে?

২৫ বছর উপলক্ষে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিওর মাধ্যমে গুগল জানিয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার হলেন বিরাট কোহলি।

আন্তর্জাতিক অঙ্গনে কোহলির পদচারণা শুরু হয় ২০০৮ সালে। সেবার যুব বিশ্বকাপে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর অভিষেক হয় জাতীয় দলে। এই যে পথচলা শুরু হয় কোহলির, দিনে দিনে যেন আরও ক্ষুরধার হচ্ছে।

কদিন আগেই শেষ হওয়া বিশ্বকাপের মুকুট জিততে পারেনি ভারত। তবে ব্যক্তি কোহলি টুর্নামেন্ট সেরা হয়ে সাক্ষর রেখেছেন নিজের পারফরম্যান্সে। শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে গড়েন সেঞ্চুরির ফিফটি।

এখন পর্যন্ত কোহলি ১১১ টেস্ট, ২৯২টি ওয়ানডে ও ১১৫টি টি-টোয়েন্টিতে রান করেন যথাক্রমে ৮ হাজার ৬৭৬, ১৩ হাজার ৮৪৮ ও ৪ হাজার ৮ রান। 

ঢাকা/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়