ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

জয়ের পথে ইস্ট জোন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৩ ডিসেম্বর ২০২৩  
জয়ের পথে ইস্ট জোন

ফাইল ছবি

দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিংয়ে বিসিএলে প্রথম জয়ের অপেক্ষায় বিসিবি ইস্ট জোন। বৃহস্পতিবার ৪১ রান তুলে নিলেই সেন্ট্রাল জোনকে হারিয়ে জয় পাবে তারা। ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনের খেলা শেষ পর্যন্ত ৩ উইকেটে ১০৮ রান তুলেছে ইস্ট জোন। অমিত হাসান ৪০ ও শামীম হোসেন পাটোয়ারী ৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

ইস্ট জোনকে জয়ের পথে নিয়ে এসেছেন দলের বোলাররা। খালেদ আহমেদ, নাঈম আহমেদরা সেন্ট্রাল জোনকে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দিয়েছে মাত্র ১২৫ রানে। তাতেই সহজ লক্ষ্য পায় ইস্ট জোন। হাতে ৩ উইকেট রেখে ২৫২ রানে ইনিংস শুরু করে ইস্ট জোন। মাত্র ৫ রান যোগ করতেই শেষ ৩ উইকেট হারায়। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে দিন শুরু করে ইরফান শুক্কুর ১ রানও যোগ করতে পারেননি।

২৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা একটুও ভালো করতে পারেননি। নাঈম শেখ রানের খাতা খোলার আগেই আউট। রনি তালুকদার করেন কেবল ২৪ রান। ভালো করতে পারেননি নাঈম ইসলাম। ৬ রান আসে তার ব্যাট থেকে। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন শুভাগত হোম। এছাড়া তাইবুর রহমান করেন ১৫ রান। ১২৫ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে ১৮ রান তারা পেয়েছে অতিরিক্ত থেকে। বল হাতে খালেদ ৩৪ রানে ৩ উইকেট পেয়েছেন। স্পিনার নাঈম আহমেদ মাত্র ৯ ওভার হাত ঘুরিয়ে ৪ মেডেনে ১৬ রানে ৪ উইকেট পেয়েছেন।

আরো পড়ুন:

১৪৯ রানের লক্ষ্য তাড়ায় ইস্ট জোনের শুরুটাও ভালো হয়নি। সৈকত আলী পেসার আবু হায়দার রনির বলে বোল্ড হন ৬ রানে। পারভেজ হোসেন ইমন ১৩ রানে শুভাগতর বলে এলবিডব্লিউ হন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়াসির আলী স্পিনার নাজমুলের বলে এলবিডব্লিউ হন ৮ রানে। সেখান থেকে ৫০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলে নেন অমিত হাসান (৪০) ও শামীম হোসেন পাটোয়ারী (৩৬)। হাতে ৭ উইকেট রেখে জয় থেকে ৪১ রান দূরে ইস্ট জোন। জয়ের খাতা খুলতে পারবেন তো তারা?

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়