ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অল্পের জন্য বাদ পড়লো না পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৪ ডিসেম্বর ২০২৩  
অল্পের জন্য বাদ পড়লো না পিএসজি

গুলিটা কানের পাশ দিয়ে গিয়েছে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। অল্পের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বেই বিদায় নেওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে তারা। বুধবার দিবাগত রাতে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে গোল ব্যবধানে এগিয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। অপর ম্যাচে এসি মিলান ২-১ ব্যবধানে জিতেও গোল ব্যবধানে পেছনে ফেলতে পারেনি পিএসজিকে।

‘এফ’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ডর্টমুন্ড। অন্যদিকে পিএসজি ও এসি মিলানের পয়েন্ট সমান ৮। কিন্তু গোল ব্যবধানে (+১) এগিয়ে থেকে ডর্টমুন্ডের সঙ্গী হয়েছে পিএসজি। বিদায় নিয়েছে মিলান ও নিউক্যাসেল ইউনাইটেড।

তবে এই ম্যাচে পিএসজি হেরে গেলে বিদায় নিতে হতো তাদের। যদিও এদিন শুরুতে পিছিয়ে পড়েছিল তারা। ম্যাচের ৫১ মিনিটে ডর্টমুন্ডের করিম আদেয়েমি গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি ফ্রান্সের ক্লাবটি। ৫৬ মিনিটের মাথায় ওয়ারেন জাইর এমেরি গোল করে সমতা ফেরান। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। আর কোনোরকমে রক্ষা পায় পিএসজি।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়