আবাহনীকে উড়িয়ে ফাইনালে কিংস
স্বাধীনতা কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। আজ শুক্রবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডকে তারা উড়িয়ে দেয় ৪-০ গোলে। সোমবার ফাইনালে ঐতিহ্যবাহী মোহামেডানের মুখোমুখি হবে কিংস। যারা রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে। অন্যদিকে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠলো কিংস।
অবশ্য প্রথমার্ধে দারুণ খেলেছিল আবাহনী। তাদের মুহুর্মূহ আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
কিন্তু বিরতির পর বদলে যায় দৃশ্যপট। একে একে চার-চারবার আবাহনীর জালে বল জড়ায় কিংস।
৪৮ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় কিংস। ৫৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন দরিয়েলতন গোমেজ। এরপর ৭৭ মিনিটে মিগেল দামাশিনার গোলে ব্যবধান হয় ৩-০। আর ৮৯ মিনিটে পেনাল্টি থেকে রবসন রবিনহো গোল করে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখলো বসুন্ধরা কিংস।
ঢাকা/আমিনুল