ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের জয় উৎসর্গ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৫:৪১, ১৭ ডিসেম্বর ২০২৩
বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের জয় উৎসর্গ 

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা দূর্গ ভাঙল বাংলাদেশ । দেশের বিজয়ের দিনে বাংলাদেশ নারী ক্রিকেট দল অবিস্মরণীয় এক জয় উপহার দিয়েছে। দক্ষিণ আফ্রিকা নারী দলকে তিন ম্যাচের ওয়ানডের প্রথমটিতে উড়িয়ে দিয়েছে ১১৯ রানের বিশাল ব্যবধানে।

বিশেষ এই জয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদের উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘আজ (কাল ছিল) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয়টা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।’

ইষ্ট লন্ডনে দোর্দান্ড প্রতাপ দেখিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ ২৫০ রানের পুঁজি পায়। মুর্শিদা খাতুনের ঝকঝকে ৯১ রানের ইনিংসে বাংলাদেশ রেকর্ড রান জমা করে। এরপর স্পিন ও পেসারদের সম্মিলিত আক্রমণে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় ১৩১ রানে। 

অধিনায়ক কঠোর পরিশ্রম ও নিজেদের ওপর বিশ্বাস রাখার ফল পেয়েছেন তারা, ‘আমরা দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করে আসছি। দলের মধ্যে বিশ্বাসও জন্মেছে। টিম ম্যানেজমেন্টও অনেক কাজ করেছে। আমরা ভালো ফলের প্রত্যাশায় ছিলাম। যখন প্রত্যাশা পূরণ হয়, তখন সত্যিই ভালো লাগে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজটা আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের আওতাধীন। ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারত ও শীর্ষ পাঁচ দল। ফলে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে পারলে বাংলাদেশ শীর্ষ ছয়ে ঢুকে যাবে। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ে চোখ জ্যোতির, ‘এই ২ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচগুলো দুই দলের জন্য আরও গুরুত্বপূর্ণ। আমরা কেউই বাছাই পর্বে যেতে চাই না।’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়