ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

‘পিংক ডে’ ওয়ানডেতে ২০০ বল হাতে রেখে জিতলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:২৪, ১৭ ডিসেম্বর ২০২৩
‘পিংক ডে’ ওয়ানডেতে ২০০ বল হাতে রেখে জিতলো ভারত

সিরিজে দুই দলই ফেভারিট ছিল। তবে ঘরের মাঠে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মাঠের লড়াইয়ে প্রোটিয়াদের খুঁজেই পাওয়া গেল না। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২০০ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ শুরু করলো ভারত।

রোববার (১৭ ডিসেম্বর) ছিল দক্ষিণ আফ্রিকায় ‘পিংক ডে’। ব্রেস্ট ক্যানসারের সচেতনতায় এক দশক ধরে ‘পিংক ডে’ ওয়ানডে আয়োজন করে আসছে দক্ষিণ আফ্রিকা। আর এই দিনের ম্যাচে এখন পর্যন্ত ১১ ম্যাচের ৯টিতেই জিতেছে স্বাগতিকেরা। তবে আজ দিন ছিল ভারতের।

ম্যাচে শুরুতেই আর্শদীপ সিং ও আবেশ খানের বোলিং তোপের সামনে পড়ে বেশ ভুগতে হয় আইডেন মার্করামের দলকে। এই দুই পেসারের বোলিং তোপে মাত্র ১১৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। যা ঘরের মাঠে যে কোনো দলের বিপক্ষে তাদের সর্বনিম্ন সংগ্রহ। আগেরটিও ছিল ভারতের বিপক্ষে (১১৮), ২০১৮ সালে।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকাকে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট করে দেওয়ার পথে মুল ভূমিকা দুই পেসার আর্শদীপ ও আবেশের। ৩৭ রানে ৫ উইকেট নেন আর্শদীপ। ৮ ওভার বল করে ৩ মেডেনসহ ২৭ রানে ৪ উইকেট ঝুলিতে পুরেন আবেশ।

দক্ষিণ আফ্রিকার ১১৭ রানের জবাব দিতে নেমে এই লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতে যায় ভারত। শুরুতেই ঋতুরাজ গায়কোয়াড়ের (৫) উইকেট হারালেও সাই সুদর্শনকে (৫৫) নিয়ে দলকে পথ দেখান শ্রেয়াস আইয়ার (৫২)। শেষদিকে আইয়ার আউট হলেও তিলক ভার্মাকে নিয়ে জিতিয়ে মাঠ ছাড়েন সুদর্শন।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৭.৩ ওভারে ১১৬ (ফিকোয়াও ৩৩, জর্জি ২৮; আর্শদীপ ৫/৩৭, আবেশ ৪/২৭)।
ভারত: ১৬.৪ ওভারে ১১৭/২ (সুদর্শন ৫৫*, আইয়ার ৫২; ফিকোয়াও ১/১৫, মাল্ডার ১/২৬)।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আর্শদীপ সিং।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়