ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শেষ ষোলোয় নাপোলির মুখোমুখি বার্সেলোনা, রিয়াল পেল লাইপজিগকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৯, ১৮ ডিসেম্বর ২০২৩
শেষ ষোলোয় নাপোলির মুখোমুখি বার্সেলোনা, রিয়াল পেল লাইপজিগকে

আগের দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পা রাখতে পারেনি বার্সেলোনা। দুই মৌসুমে পর শেষ ষোলোয় উঠেও কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছে জাভি হার্নান্দেজের দল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ সিরি-আ চ্যাম্পিয়ন নাপোলি। এদিকে রিয়াল মাদ্রিদ পেয়েছে সহজ প্রতিপক্ষ লাইপজিগকে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়ে গেল শেষ ষোলোর ড্র। তাতে দুই স্প্যানিশ জায়ান্টের পাশাপাশি নির্ধারিত হয়েছে বাকি দলগুলোর প্রতিপক্ষও। শেষ আটের স্বপ্নে নিয়ে লড়াইয়ে নামা দলগুলোর লাইনআপ অনুযায়ী এবার বেশ লড়াই হবে বলেই ধরে নেওয়া যায়। 

ইউরোপের মর্যাদার এই আসরে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগিজ ক্লাব পোর্তো পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালকে। বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পেয়েছে রিয়াল সোসিয়েদাদকে।  তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। 

আরো পড়ুন:

আসরের ১৯৯৬-৯৭ সালের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড খেলবে পিএসভির বিপক্ষে। বায়ার্ন মিউনিখ পেয়েছে ১৯৯৯-০০ মৌসুমের কোয়ার্টার ফাইনালিস্ট লাৎসিওকে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ কোপেনহেগেনকে। রিয়াল খেলবে লাইপজিগের বিপক্ষে। যারা ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালিস্ট ছিল.

শেষ ষোলোর লাইনআপ
আর্সেনাল বনাম পোর্তো
বার্সেলোনা বনাম নাপোলি
সোসিয়েদাদ বনাম পিএসজি
আথলেটিকো মাদ্রিদ বনাম ইন্টার মিলান
ডর্টমুন্ড বনাম পিএসভি
বায়ার্ন মিউনিখ বনাম লাৎসিও
ম্যানচেস্টার সিটি বনাম কোপেনহেগেন
রিয়াল মাদ্রিদ বনাম লাইপজিগ

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়