ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

শচীনের ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সৌম্য

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:২৫, ২০ ডিসেম্বর ২০২৩
শচীনের ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সৌম্য

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের দারুণ জবাব দিলেন সৌম্য সরকার। ১৫১ বল খেলে ২২টি চার ও ১ ছক্কায় তিনি ১৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এই ইনিংস খেলে ৩০ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটসম্যান ভেঙে দেন শচীন টেন্ডুলকারের ১৪ বছরের পুরনো রেকর্ড।

তার ১৬৯ রানের ইনিংস বিদেশের মাটিতে যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ। শুধু তাই নয়, নিউ জিল্যান্ডের মাটিতে যেকোনো উপ-মহাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। তার আগে ২০০৯ সালে শচীন ক্রাইস্টচার্চে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন। সেটা ভেঙে দিয়ে সৌম্য আজ খেলেন ১৬৯ রানের ইনিংস।

আরো পড়ুন:

সৌম্যর ব্যাটে ভর করে বাংলাদেশ ২৯১ রানের সংগ্রহ পায়। যা নিউ জিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ। যদিও ব্যাটিং স্বর্গ নেলসনে জয় পায়নি বাংলাদেশ। হেরে গেছে ৭ উইকেটের ব্যবধানে। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে সফরকারীরা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়