খালেদের ৭ উইকেট, বিসিএল চ্যাম্পিয়ন ইস্ট জোন
বল হাতে ফের আগুন ঝরালেন পেসার খালেদ আহমেদ। সিলেটে বিসিএলের তৃতীয় রাউন্ডে ইস্ট জোনের এ পেসার নর্থ জোনের বিপক্ষে ৭ উইকেট পেয়েছেন। এর আগে প্রথম ইনিংসে খালেদ পেয়েছিলেন ৪ উইকেট।
প্রথম ইনিংসে মাত্র ১০৮ রানে গুটিয়ে যাওয়া নর্থ জোন দ্বিতীয় ইনিংসে করতে পারে কেবল ১৩২ রান। তাতে ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে যায় নর্থ জোন। কেবল একবার ব্যাটিংয়ের সুযোগ পাওয়া ইস্ট জোন প্রথম ইনিংসে ৩৫২ রান করে।
ইনিংস ও ১১২ রানে ম্যাচ জেতে ইস্ট জোন। টানা দ্বিতীয় জয়ে ৫ পয়েন্ট নিয়ে বিসিএলের চ্যাম্পিয়ন হয়েছে বিসিবি ইস্ট জোন। ম্যাচে ১১ উইকেট নিয়ে ইস্ট জোনের জয়ের নায়ক খালেদ আহমেদ।
হাতে ৭ উইকেট নিয়ে বিসিবি নর্থ জোন তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। ৬৭ রানে দিন শুরু করা দলটি খালেদের তোপে পুড়ে যোগ করতে পারে মাত্র ৬৫ রান। প্রথম সেশনেই লণ্ডভণ্ড হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আকবর আলী। এছাড়া দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন আসাদুল্লাহ হিল গালিব। বাকিরা ছিলেন নিষ্প্রভ।
খালেদ ১৩ ওভারে ৫০ রানে পেয়েছেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া রেজাউর রহমান রাজা ৮ ওভারে ২ মেডেনে ২৬ রানে ২ উইকেট পেয়েছেন। আরেক পেসার রাহীর পকেটে গেছে ১ উইকেট।
খালেদ ২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৪ ইনিংসে তার বোলিং গড় ছিল ১০.৮৩। ইকোনমি ৩.৫৩। এছাড়া সেন্ট্রাল জোনের আবু হায়দার রনি ৩ ম্যাচে পেয়েছেন ১২ উইকেট।
নাঈম ইসলাম টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। ৩ ম্যাচে ৪ ইনিংসে ২৪৪ রান করেছেন সেন্ট্রাল জোনের এই ব্যাটসম্যান। দ্বিতীয় স্থানে থাকা অমিত হাসান ৩ ম্যাচে ৫ ইনিংসে করেছেন ২১৯ রান।
ইয়াসিন/আমিনুল