ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে লিগ কাপের সেমিতে লিভারপুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:১৪, ২১ ডিসেম্বর ২০২৩
ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে লিগ কাপের সেমিতে লিভারপুল

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এর আগে টানা দুই ম্যাচ জয় শূন্য ছিল লিভারপুল। তবে লিগে কাপে এসেই সব সুদে-আসলে শোধ করে দিলো জার্গেন ক্লপের শিষ্যরা। তাতে গোলবন্যায় ভেসে গেল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে তাদেরকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে লিভারপুল। তাতে ম্যাচের ২৮ মিনিটেই এগিয়ে যায় তারা। দলকে এগিয়ে নেন ডোমিনিক সোবোসজালাই। এই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দ্য রেড’রা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে প্রিমিয়ার লিগের অন্যতম সফল দলটি। তাতে দুই দল মিলিয়ে দ্বিতীয়ার্ধে গোল হয় পাঁচটি। ৫৬ মিনিটে কার্টিস জোনস ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে আরেকবার উল্লাসে ভাসান কোডি গাকপো। 

আরো পড়ুন:

৭৭ মিনিটে ওয়েস্ট হ্যামের পক্ষে সান্তনা সূচক গোলটি করেন জেরড বোয়েন। বাকি সময় অব্যাহত থাকে লিভারপুলের ঝড়। তাতে ৮২ মিনিটে লক্ষ্যভেদ করেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ওয়েস্ট হ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোনস।

এই আসরের নয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল। আরেকটি শিরোপা জেতার জন্য মুখিয়ে থাকা লিভারপুলের সামনে সেমিফাইনালে অপেক্ষা করছে ফুলহ্যাম। আগামী বছরের জানুয়ারিতে ফুলহ্যামের মুখোমুখি হবে জার্গেন ক্লপের শিষ্যরা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়